1. bdnews94@gmail.com : bdnews94 :
  2. news1@gmail.com : news1 : news1
  3. developerrakiboffice@gmail.com : rone : rone
  4. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

৯৪বন্ধুকে

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১ টাইম ভিউ

এনামুল কবীর # ৯৪বন্ধুকে এই গুরুত্বপূর্ণ পোস্টটি পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।”🟥

#একটি_ফেসবুক_গ্রুপের_এডমিনশীপ_আসলে_কি?

এডমিন অবশ্যই একটি দায়িত্বশীল ও সম্মানিত পদ। দায়িত্বশীল এডমিন হওয়া আর শুধু নামেমাত্র এডমিন হওয়া দুটো ভিন্ন জিনিস। কারণ একটা গ্রুপের সকল এডমিনই দায়িত্বশীল হয় না বরং একটি গ্রুপে হাতে গোনা ১থেকে সর্বোচ্চ ২জন এডমিন একটিভ ও দায়িত্বশীল হয়ে থাকে আর বাকিরা অমুক গ্রুপের এডমিন বলে নিজের পরিচয় জাহির করে আর বড় বড় কথা বলে অথচ সে দায়িত্বের বেলায় শূন্যের কোঠায় এবং এডমিন হিসেবে সে সম্পূর্ণই অযোগ্য। আঙ্গুলের খোঁচায় গ্রুপ খোলা ও এডমিন হওয়া সহজ বাট গ্রুপ খুলে এডমিন হয়ে দায়িত্বশীলতার সাথে একটি গ্রুপ পরিচালনা করে সে গ্রুপটিকে সকল ৯৪বন্ধুদের কাছে গ্রহনযোগ্য করা, জনপ্রিয় করা,আস্থা অর্জন করা, স্বতঃস্ফূর্ত ভাবে ও সফলভাবে প্রোগ্রাম করা এবং গ্রুপকে সব সময় একটিভ রাখা অনেক কঠিন ও দূরুহ কাজ।

#ফেসবুক_গ্রুপের_এডমিন হতে হলে একজন ব্যক্তির মধ্যে যে সকল যোগ্যতা ও গুণ থাকা প্রয়োজন-

০১. ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জারের সম্পূর্ণ সেটিংস, ছবি এডিট এবং ফেসবুক গ্রুপ পরিচালনার অপারেটিং সিস্টেম (যেমন মেম্বারদের ইনভাইট করে রিকুয়েস্ট পাঠানো, মেম্বারদের রিকোয়েস্ট একসেপ্ট করে মেম্বার এড করা, গ্রুপে পোস্ট, লাইক, কমেন্টস করা, পোস্ট এপ্রুভ করা ইত্যাদি) জানতে হবে।

২. এডমিনকে অবশ্যই ধৈর্যশীল, বিনয়ী, সৎ, ব্যক্তিত্ববান, আদর্শবান, চরিত্রবান, বিশ্বস্ত,আস্থাবান ও মিশুক হতে হবে।

৩. একটি ফেসবুক গ্রুপকে কখন, কিভাবে ও কোন ধরনের পোস্ট দিয়ে সর্বদা একটিভ রাখতে হবে তা জানতে হবে।

৪.একটি ফেসবুক আইডি রিয়েল না ফেইক তা বুঝার জন্য তার মধ্যে সক্ষমতা থাকতে হবে।

৫. একজন এডমিনকে অবশ্যই পজিটিভ মাইন্ডের ও সহনশীল হতে হবে।

৬.একজন এডমিনকে তার পোষ্টে নির্ভুল ও সাবলীল ভাষায় ক্যাপশন লেখা ও গুছিয়ে মেসেজ লেখা জানতে হবে।

৭. এডমিন হওয়ার পর সবার সাথে ভালো ও সুন্দর আচরণ করে নিজ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে।

৮. একজন এডমিনের মধ্যে অবশ্যই সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব দেয়ার যোগ্যতা থাকতে হবে,যাতে করে সে উক্ত সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
সকল প্রকার গাছের চারা পাওয়া যায়। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ০১৭১৬-১৮৬২৩০

প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal