পরিচয় তুমি সুখের যন্ত্রনার
#আমিরহোসেনআমু
হে ৯৪ কেন গডলে নতুন সাজে
সেই বন্ধণে যদি ভাংগনের সুর বাজে,,
এই হাল হলে কি বন্ধুত্ব সাজে
এক গ্রুপের হাল দেখে একই গ্রুপে কেন বাজনা বাজে,,,
আমরা কি এই দেখার জন্য বেঁচে আছি আজি,,
এসো ভালোর ৯৪ মিলে মিশে নতুন সাজে সাজি
প্রজন্মেরা যেন গর্ভ করে বলতে পারে বাবারাই ছিল বন্ধণের সেরা সমাজি
এমন ৯৪ সমাজ গডতে পারলে গডো
তাই না হলে একলা নীতিতে কেটে পডো
চাইনা আর কোথাও কোন ভাংগন
৯৪ যেন সারা বাংলায় হোক প্রিয় প্রাঙ্গণ,,
বাঁচবো আর মোরা কয়দিন
সবাই অপেক্ষায়, আসবে কখন সূদিন
কেনরে ভাই কিসের লোভে হচ্ছে এত বিবেদ
কবে আমরা মানুষ হবো,ছাডবো কখন ভেদাভেদ,,
চুল দাডি সব পাক ধরেছে,টাক ধরেছে চুলে
কদিনই বা হল পরিচয়,বন্ধুত্ব কিসের মূলে,, ৯৪ এ পরিচয়,৯৪ কে কর সম্মান
অতি সামান্য কাজটুকুও না পারলে,বাঁচাও আত্মসম্মান,,
করজোরে তোমাদের প্রতি রইল আবদার
হাসির পাত্র না হই,এগিয়ে যাই, হই আমরা ভালো কিছুর অংশীদার
কেন পারিব না তাহা ভাব একবার
ছোট, বডরা পারলে, আমরাও পারি মন জাগ্রত হোক সবার,,,,
এমন যদি হতো আমরা এক পরিবারের মতো,,মিলেমিশে সময় কাটাতাম,,
এমন যদি হতো আমরা ভাইয়ের মতো প্রকৃত ভালোবাসায় সবার মন জয় করতাম,,
জাগ্রত হোক মনুষ্যত্ব, বিবেক হোক আরো বিকশিত,, পদদলিত হোক হিংসা,,কবর রচনা হোক সমস্ত বিভেদ এর,,
আলোকিত ৯৪ চাই,,মানবতার ৯৪ হোক সকল বন্ধুদের সংকল্প,,আমরা গডতে এসেছি ভাংতে নয়,,,আমরা ইতিহাসের উপসংহার হতে চাই,,,
চাইনা আমরা সূচনাতেই,,ইতি টানতে
বেঁচে থাকি যেন যুগযুগান্তরে বন্ধুদের পাশে,সুখে কিংবা দুঃখে,,হাসি আর আনন্দে
কঠিন মুহুর্তে এ যেন হোক ঐক্যতার শপথ,,
জয় হোক ৯৪ এর,জয় হোক বন্ধণের,







প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply