1. bdnews94@gmail.com : bdnews94 :
  2. news1@gmail.com : news1 : news1
  3. developerrakiboffice@gmail.com : rone : rone
  4. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

৯৪ গ্রুপগুলোর জন্য করণীয়ঃ

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৬ টাইম ভিউ

এনামুল কবীর # #বর্তমান_সময়ে_৯৪গ্রুপগুলোর_জরুরী_করণীয়ঃ

বর্তমান সময়ে ৯৪গ্রুপগুলোতে শৃংখলা রক্ষার্থে অতি জরুরী ভিত্তিতে ৯৪ ফেসবুক গ্রুপগুলোর একটি কেন্দ্রীয় সম্নয়ক কমিটি তৈরি হওয়া একান্ত প্রয়োজন। যাতে করে ৯৪ ফেসবুক গ্রুপগুলো কেন্দ্রীয় কমিটি কতৃক প্রদত্ত একটি সুনির্দিষ্ট নীতিমালা, রূপরেখা ও গঠণতন্ত্রের ভিত্তিতে সকল ৯৪গ্রুপ তাদের গ্রুপের কর্মকান্ড পরিচালনা করতে পারে।

#যে_বিষয়গুলো_অবশ্যই_মানতে_ও_বর্জন_করতে_হবেঃ

#একই_তারিখে সাংঘর্ষিক একাধিক প্রোগ্রাম ডাকলে বিভিন্ন গ্রুপের সাধারণ সদস্যরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোন্ প্রোগ্রাম বাদ দিয়ে কোন প্রোগ্রামে জয়েন করবে। তাই

৯৪ফেসবুক গ্রুপগুলো একই তারিখে সাংঘর্ষিক একাধিক প্রোগ্রাম রাখতে পারবে না এবং প্রোগ্রাম ডাকতে হলে সকল গ্রুপের এডমিনদেরকে অভিহিত করে গ্রুপগুলোতে প্রোগ্রামের তারিখ উল্লেখ করে পোস্ট দিতে হবে। একই তারিখে যে গ্রুপ প্রথম প্রোগ্রাম ডাকবে তারাই শুধুমাত্র ঐ তারিখে প্রোগ্রাম করবে। কোন গ্রুপ ঐ একই তারিখে কোন সাংঘর্ষিক প্রোগ্রাম ডাকলে সে প্রোগ্রাম অবাঞ্ছিত বলে বিবেচিত হবে এবং এই সাংঘর্ষিক প্রোগ্রামে কোন ৯৪বন্ধু অংশ গ্রহন করলে সে ৯৪সদস্য বন্ধুকে উপযুক্ত কারণ দশাতে হবে অন্যথায় সে অবাঞ্ছিত বলে ঘোষিত হবে।

#গ্রুপগুলো সকল ৯৪বন্ধুদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে প্রতি মাসে ৩-৫টা প্রোগ্রাম নয় বরং সর্বোচ্চ ১-২টির বেশী প্রোগ্রাম ডাকতে পারবে না এবং চাঁদার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ১,০০০-১,৫০০টাকা নয় বরং সর্বোচ্চ ৫০০-৭০০ টাকা চাঁদার পরিমাণ নির্ধারণ করতে হবে। কারণ ৯৪বন্ধুরা এখন আর গিফট চায় না এবং প্রতিটি প্রোগ্রামে বুফে লাঞ্চ বা ডিনার নয় মোটামুটি মাঝারি মানের সেট মেনু খাবার এবং সকল ৯৪ বন্ধুরা একত্রিত হয়ে উক্ত অনুষ্ঠান উপভোগ করে একসাথে আনন্দ করতে পারলেই তাদের জন্য সন্তুষ্ট। গ্রুপগুলো তাদের প্রোগ্রামে ইস্পন্সর বা ডোনারদের কাছ থেকে অতিরিক্ত টাকা কালেশন করতে পারলে অনুষ্ঠানে আগত বন্ধুদের গিফট দিবে অন্যথায় প্রোগ্রামে আগত ৯৪বন্ধুদের পকেটের টাকা দিয়ে তাদেরকে গিফট দেয়ার প্রয়োজন নেই এটাই সকল ৯৪বন্ধুদের দাবী।

#কিছু_৯৪গ্রুপ এক প্রোগ্রাম শেষ হওয়ার ৩-৬ মাস পরই আবার প্রোগ্রাম ডাকে। কোন গ্রুপই কমপক্ষে ১বছরের আগে কোন প্রোগ্রাম ডাকতে পারবে না।

#অধিকাংশ_৯৪গ্রুপগুলো তাদের প্রোগ্রামে ৯৪ সদস্য বন্ধুদের রেজিস্ট্রেশনের টাকা সংগ্রহের পর তাদেরকে মাত্র ৬০-৭০% টাকার সেবা দিয়ে থাকে আর বাকি টাকা গ্রুপের এরেঞ্জ কমিটির পকেটে ভরে ফেলে,এটা করা চলবে না বরং তদেরকে তাদের রেজিস্ট্রেশনের টাকার ১০০% সেবা দিতে হবে এবং একটি প্রোগ্রামের রেজিস্ট্রেশন থেকে কত টাকা উঠলো এবং তাদের প্রোগ্রামের অনুষ্ঠানে কত টাকা খরচ হলো তার স্বচ্ছ হিসাব গ্রুপে পোস্ট দিতে হবে।

#অধিকাংশ_গ্রুপগুলো প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আগে দামী উপহার দেয়ার প্রলোভন দেখালেও প্রোগ্রামের দিন ডোনার ও বিশেষ বিশেষ ব্যক্তি ব্যতীত অন্যদের নিম্ন মানের উপহার দেয়। এধরণের প্রতারণা কোন মতেই করা যাবে না।

#একজন_৯৪বন্ধু সর্বোচ্চ ১-৩ টি ৯৪গ্রুপের এডমিন বা মডারেটর হতে পারবে, কোনমতেই এর অধিক নয় এবং একজন ৯৪বন্ধু সর্বোচ্চ ১-৩ গ্রুপ ক্রিয়েট করতে পারবে ও সর্বোচ্চ ১-৩ গ্রুপের এডমিন/মডারেটর হতে পারবে। কোনো মতেই ৩-এর অধিক নয়।

#কোন_৯৪বন্ধু কোন অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করে বিশেষ অসুবিধার কারণে যেতে না পারলে অবশ্যই তার প্রতিনিধি হিসেবে অন্য কোন ৯৪ বন্ধুকে পাঠাতে পারবে,তা নাহলে তার রেজিস্ট্রেশনের টাকা অবশ্যই ফেরত দিতে হবে।

#কোন_৯৪বন্ধুর সাথে অন্য ৯৪বন্ধুর ব্যক্তিগত বিরোধ বা রেষারেষি থাকলে তার প্রভাব ৯৪গ্রুপের আড্ডায় বা অনুষ্ঠানে খাটাতে পারবে না।

#প্রত্যেক_৯৪বন্ধুরই ৯৪প্ল্যাটফর্মের বাইরে কোন না কোন শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু আছে,তাই বলে সেই নন ৯৪বন্ধু বা বান্ধবীকে জেনে,শুনে ও বুঝে ৯৪প্ল্যাটফর্মের কোন ৯৪ গ্রুপে তাকে অ্যাড করা যাবে না। কোন ৯৪বন্ধু এ কাজটি করলে তাকে সকাল ৯৪গ্রুপ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

#কোন_৯৪বন্ধুর বিরুদ্ধে নন ৯৪এর অভিযোগ উঠলে

তাকে প্রমাণস্বরূপ অবশ্যই তার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র প্রদর্শন করতে হবে এবং তার স্কুলের দু’জন সহপাঠী ৯৪ বন্ধুর নাম বলতে হবে।

#কোন_৯৪বন্ধু তার অন্য ৯৪বন্ধুর কোন পোস্টে বাজে, অশালীন ও খারাপ সমালোচনা করে কোন নেগেটিভ কমেন্টস করতে ও পোস্ট দিতে পারবে না। #অনৈতিক,অসামাজিক, অশালীন এবং আইন বিরোধী ও রাষ্ট্রদ্রোহী কোন কর্মকান্ডের সাথে জড়িত চিটার ও প্রতারক এসব ৯৪এর বিতর্কিত বন্ধুদের প্রতিটি ৯৪গ্রুপে অবাঞ্চিত ঘোষণা করে তাদেরকে গ্রুপগুলো থেকে ব্যান করে দিতে হবে।

#প্ল্যাটফর্ম ৯৪এর জনপ্রিয়তা ও সুনাম নষ্ট করার এবং

৯৪-কে কলঙ্কিত করার অপপ্রচেষ্টায় ও ষড়যন্ত্রের চক্রান্তে গোপন ক্যামেরা হয়ে কোন ৯৪ বন্ধু লিপ্ত থাকার ও গুপ্তচরগিরি করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকে সকল ৯৪ গ্রুপে অবাঞ্ছিত ঘোষণা করে সকল ৯৪ গ্রুপ থেকে তাকে আজীবনের জন্য ব্যান করে দিতে হবে।

এছাড়া কেউ গুপ্তচরগিরি করে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে

৯৪ এ কাউকে ষড়যন্ত্র করে বিশৃঙ্খলা করতে সহযোগিতা করলেও সে একই অপরাধে অপরাধী বলে গণ্য হবে।

#কোন_৯৪বন্ধু কোন ৯৪ বন্ধুর সাথে কোন প্রকার ব্যবসায়িক বা ব্যক্তিগত লেনদেন করলে উপযুক্ত দলিল ডকুমেন্টস ও সাক্ষী রেখে নিজ দায়িত্বে লেনদেন করতে হবে। এর জন্য ৯৪গ্রুপের কোন এডমিনরা বা সদস্যরা দায়ী থাকবেনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
সকল প্রকার গাছের চারা পাওয়া যায়। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ০১৭১৬-১৮৬২৩০

প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal